পটুয়াখালীতে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ই- বার্তা ডেস্ক।।   পটুয়াখালীতে নির্মাণাধীন ভবনের তিনতলা থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। 

আজ মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে শহরের শান্তিবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম মুসা। মুসা কালিকাপুর এলাকার বাসিন্দা আবদুর রশিদের ছেলে। 

স্থানীয় সুত্র থেকে জানা যায়, শহরের শান্তিবাগ এলাকায় অ্যাডভোকেট আবদুস সাত্তারের নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন আবদুর রশিদ।

এ সময় হঠাৎ তিনি অসাবধানতাবশত তিনতলা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনোয়ার উল্লাহ জানান, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।