পদত্যাগের সিদ্ধান্তে অনড় রাহুল, ফের বৈঠক ডেকেছে ওয়ার্কিং কমিটি
ই-বার্তা ডেস্ক।। নিজের সিদ্ধান্ত থেকে সরতে রাজি নন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ যে কোনও পরিস্থিতিই হোক না কেন, পদত্যাগ করবেন তিনি৷ এমনটাই জানিয়েছেন বর্তমান কংগ্রেস সভাপতি৷ তার এমন সিদ্ধান্তে মঙ্গলবার ফের বৈঠকে বসছে কংগ্রেস ওয়ার্কিং কমিটি৷
লোকসভা ভোটে দলের ভরাডুবির দায়ভার নিজের কাঁধে নিয়ে সরে যেতে চাইছেন রাহুল গান্ধী। যদি সত্যিই রাহুল গান্ধী পদত্যাগ করেন, তাহলে তাঁর আসনে কে বসবেন? কংগ্রেস ওয়ার্কিং কমিটির আলোচনার মূল অ্যাজেন্ডা হতে চলেছে উত্তরসূরী বিষয়টি৷ তবে রাহুল গান্ধীকে এই সিদ্ধান্ত থেকে বিরত করার নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন কংগ্রেসের শীর্ষ নেতারা৷ কংগ্রেস ওয়ার্কিং কমিটির সূত্র বলছে রাহুল গান্ধী পদত্যাগ করলে কংগ্রেসের সাংগঠনিক কাঠামোতেও বড়সড় পরিবর্তন আসবে৷ নতুন নতুন অনেক মুখকে দেখা যাওয়ার সম্ভাবনা থাকছে৷
কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল ও কেসি ভেনুগোপালের সাথে সোমবার বৈঠক করেন রাহুল৷ সেখানেই দলের নতুন সভাপতি খোঁজার পরামর্শ দেন তিনি৷ কারণ এই বিষয়ে তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।
তবে কংগ্রেসের অন্যান্য নেতারা তাঁর এই সিদ্ধান্তে সহমত নন৷ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এতটাই ভেঙে পড়েছেন, যে সদ্য নির্বাচিত কংগ্রেস সাংসদদের সঙ্গেও তিনি দেখা করতে চাইছেন না৷ তাঁর যাবতীয় বৈঠকও বাতিল বলেই ঘোষণা করেছেন রাহুল৷
শনিবারও ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকেছিল কংগ্রেস৷ সূত্র মতে, সেখানে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথের মতো প্রবীণ নেতাদের নিয়ে ক্ষোভ ব্যক্ত করেন রাহুল৷
ই-বার্তা/সালাউদ্দিন সাজু