পদত্যাগের সিদ্ধান্তে অনড় রাহুল
ই- বার্তা ডেস্ক।। রাহুল গান্ধী লোকসভা ভোটে কংগ্রেসের ভরাডুবির পরই দলের সভাপতি পদে ইস্তফা দেন।
পদত্যাগ নিয়ে তিনি যে নিজের সিদ্ধান্তেই অনড়, তা আরও একবার বুঝিয়ে দিলেন রাহুল।
গতকাল বৃহস্পতিবার জানালেন, দলের পরবর্তী সভাপতি নির্বাচনের সিদ্ধান্ত তিনি নেবেন না।
রাহুল বলেন, ‘পরবর্তী কংগ্রেস সভাপতি কে হবেন, তার সিদ্ধান্ত আমি নেব না।’
রাহুল গান্ধী সভাপতি পদে ইস্তফা দেয়ার পর কংগ্রেসের একাধিক নেতা, তাকে ইস্তফা প্রত্যাহার করার অনুরোধ করেন। ২৫ মে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকেই প্রথমবার পদত্যাগের সিদ্ধান্ত জানান তিনি। সেই সিদ্ধান্তই বহাল রাখলেন কংগ্রেস সভাপতি। লোকসভাতেও কংগ্রেসের দলনেতা নির্বাচিত করা হয়েছে পশ্চিমবঙ্গের বহরমপুরের পাঁচবারের সংসদ সদস্য অধীর চৌধুরীকে। এনডিটিভি।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম