পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা ইরানের

ই-বার্তা ডেস্ক।।  ২০১৫ সালে হওয়া পরমাণু চুক্তি থেকে সরে আসার ঘোষণা দিয়েছে ইরান। রোববার তেহরানে মন্ত্রী সভার বৈঠকের পর একটি বিবৃতিতে ইরানের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।  

মার্কিনিদের সঙ্গে সোলাইমানি হত্যা নিয়ে চরম দ্বন্দ্বের মধ্যে তেহরান পরমাণু চুক্তি থেকে সরে আসার কথা জানাল । সম্প্রতি বাগদাদে মার্কিন ড্রোন হামলায় ইরানি কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার পর যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। রোববার সন্ধ্যায় ইরাকের মার্কিন দূতাবাস এলাকায় চারটি রকেট হামলার ঘটনাও ঘটেছে।

গত ৩ জানুয়ারী ইরাকের বাগদাদের একটি আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের বিপ্লবী এলিট কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলেইমানি ও ইরান সমর্থিত পপুলরার মবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) উপ-প্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ বেশ কয়েকজন নিহত হন। ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এ হামলা সরাসরি পরিচালনা করে মার্কিন যৌথ বাহিনী।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু