পরিবেশ বান্ধব প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলার লক্ষে ঝাড়ু হাতে জেলা প্রশাসক!
ই-বার্তা ডেস্ক।। পরিস্কার পরিচ্ছন্ন, স্বাস্থ্য সম্মত ও পরিবেশ বান্ধব প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলার লক্ষে এবার ঝাড়ু হাতে নিয়ে বিদ্যালয় চত্বর পরিচ্ছন্নতার কাজে নামলেন খোদ সুনামগঞ্জের জেলা প্রশাসক।
বৃহস্পতিবার পৌর শহরের শহর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
সকালে বিদ্যালয় চত্বরে গিয়ে তিনি প্রশাসন ও শিক্ষাবিভাগের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে ঝাড়ু হাতে কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), প্রদীপ সিংহ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন বালা, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গকুল চন্দ্র দেবনাথ, সদর উপজেলার উপজেলার সহকারি শিক্ষা অফিসার সোলেমান মিয়া, শহর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীগণ প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরিচ্ছন্নতার বিষয়ে বক্তব্য তুলে ধরেন।
প্রসঙ্গত, ৩১ জানুয়ারি থেকে সরকার সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ে প্রতি বৃহষ্পতিবার পরিচ্ছন্নতা দিবস হিসেবে ঘোষণা দিয়েছেন।
ই-বার্তা/ শফিকুল ইসলাম