পর্দা উঠছে আইপিএলের
ই-বার্তা ডেস্ক।। আজই পর্দা উঠছে টি-টোয়েন্টির ধামাকা লীগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১২তম আসরের । উদ্বোধনী ম্যাচে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর।
আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই। ধোনির নেতৃত্বে হ্যাটট্রিক শিরোপা জিতেছে চেন্নাইয়ের দলটি। অন্যদিকে আট বছর বাঙ্গালোরকে নেতৃত্ব দিয়ে এখন ও শিরোপা ট্রফি উচিয়ে ধরতে পারে নি কোহলি।
পরিসংখ্যানে এগিয়ে রয়েছে ধোনির দল চেন্নাই। দুই দল এখনও পর্যন্ত মোট ২২বার মুখোমুখিতে ১৪ টিতে জয় জিতেছে চেন্নাই। বাঙ্গালোর জিতেছে মাত্র সাতটিতে।
২০১৪ সালে শেষবার চেন্নাই সুপার কিংসকে হারিয়েছিল ব্যাঙ্গালোর। শনিবার রাতে কোহলির ব্যাট জয় ছিনিয়ে আনতে পারে কি না, সেদিকে তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।
ই-বার্তা / আরমান হোসেন পার্থ