পাঁচদিন বন্ধ থাকবে ডাচ-বাংলা ব্যাংকিং সেবা
ই- বার্তা ডেস্ক।। আগামী ১৪ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত মোট পাঁচদিন বন্ধ থাকবে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম, পোজ ও এজেন্ট ব্যাংকিং সেবা।
ব্যাংকটি সিস্টেম আপগ্রেডের জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে । এ নিয়ে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তিও দিয়েছে ব্যাংকটি।
সংবাদ মাধ্যমে দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৪ মার্চ রাত ১২টা ১ মিনিট থেকে ১৯ মার্চ সকাল ৬টা পর্যন্ত শাখা, এটিএম বুথসহ পিওএস এবং এজেন্ট ব্যাংকিংয়ের সব কার্যক্রম বন্ধ থাকবে।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম