পাকিস্তানকে চ্যালেঞ্জ করলে সমুচিত জবাব দেবেঃ শোয়েব
ই-বার্তা ডেস্ক।। পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান এবং সেনাবাহিনীর মুখপাত্রের কথার সঙ্গে সুর মিলিয়েছেন সাবেক তারকা ক্রিকেটার শোয়েব আখতার।
টুইটারে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির পেসার শোয়েব আখতার লিখেছেন, প্রধানমন্ত্রী ইমরান খান এবং সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর আগেই জানিয়েছেন পাকিস্তান যুদ্ধ চায় না, যুদ্ধের জন্য উত্তেজনাও বাড়াতে চায় না। তবে পাকিস্তানকে চ্যালেঞ্জ করলে সমুচিত জবাব দেবে।
উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারি ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে ভারতের ৪০ জনেরও বেশি জওয়ান নিহত হন। পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ এই হামলার দায় স্বীকার করে। এরপরই প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তজনা বিরাজ করছে।
ই-বার্তা/ মাহারুশ হাসান