পাকিস্তানের সংলাপ প্রস্তাবে আগ্রহী নয় ভারত
ই-বার্তা ডেস্ক।। পাকিস্তানের সঙ্গে সংলাপের সম্ভাবনার বিষয়টি উড়িয়ে দিয়েছে ভারত। সরকারি সূত্রের বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভারত সন্ত্রাসী হিসেবে যাদের চিহ্নিত করেছে, তাদের বিরুদ্ধে দৃষ্টিগ্রাহ্য ব্যবস্থা নেয়ার পরই কেবল পাকিস্তানের সঙ্গে সংলাপ হতে পারে।
সূত্রগুলো বলছে, এই পদক্ষেপ না নেয়াঅবধি পাকিস্তানের সঙ্গে কোনো পর্যায়েই আলোচনার সম্ভাবনা নেই। পাক-ভারতের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনের বিষয়টি ইসলামাবাদের ওপর বর্তেছে বলেও দিল্লির পক্ষ থেকে জানানো হয়েছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে পাকিস্তান কী ব্যবস্থা নেয়, এর ওপর উত্তেজনা প্রশমন নির্ভর করছে।
এর আগে গত বুধবার জাতির উদ্দেশে দেয়া ভাষণে ভারতকে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরান খান বলেছিলেন, ‘পুলওয়ামাতে যা ঘটেছে, এরপর আমরা ভারতকে শান্তির প্রস্তাব দিয়েছিলাম। পুলওয়ামাতে নিহতদের স্বজনদের যন্ত্রণা আমি অনুভব করতে পারি। এর ভিত্তিতে আমরা সহযোগিতার প্রস্তাব দিয়েছিলাম।’
যুদ্ধ কোনো সমাধান নয় উল্লেখ করে ইমরান খান বলেন, ‘সব যুদ্ধের হিসাবেই ভুল ছিল এবং কেউ জানতো না কোথায় গিয়ে এর শেষ হবে। প্রথম বিশ্বযুদ্ধ এক সপ্তাহে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু শেষ হয় ছয় বছরে। একইভাবে যুক্তরাষ্ট্র কখনো আশা করেনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই ১৭ বছর ধরে চলবে।’
শান্তি আলোচনা এগিয়ে নিতে ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ফিরিয়ে দেয়ার পর নরেন্দ্র মোদির কাছ থেকে সংলাপের বিষয়ে জানতে চেয়েছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এর জন্য মোদিকে একাধিক বার ফোন করেছেন তিনি। কিন্তু মোদির দিক থেকে কোন সাড়া পাওয়া যায়নি।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো অবশ্য বলছে, শান্তির বার্তা নয়, বরং যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের চাপের মুখেই আটক ভারতীয় পাইলট অভিনন্দনকে মুক্তি দিতে বাধ্য হয়েছে পাকিস্তান। এদিকে, আটক ভারতীয় বৈমানিককে তাড়াহুড়ো করে মুক্তি দেয়া নিয়ে প্রশ্ন তুলেছে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)।
শুক্রবার পাকিস্তানের সিনেটে এ নিয়ে আলোচনায় এসব প্রশ্ন তোলেন পিপিপি’র পার্লামেন্টারি বোর্ডের নেতা শেরি রেহমান। তিনি বলেন, পিপিপি ভারতীয় পাইলটকে মুক্তি দেয়ার বিরোধী নয়। কিন্তু এর বিনিময় পাকিস্তান ভারতের কাছে কী চেয়েছে?
ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু