পাকিস্তানে বাস দুর্ঘটনায় ৯ নৌসেনা নিহত, আহত ২৯
ই-বার্তা ডেস্ক।। গতকাল মঙ্গলবার পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে চলন্ত বাস খাদে পড়ে দেশটির অন্তত ৯ নৌসেনা নিহত হয়েছেন। এছাড়া আহত আরো ২৯ জন।
ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায় এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদন থেকে। তারা জানায়, নৌসেনা বহনকারী বাসটি গওয়াদার জেলার ওড়মারা এলাকা থেকে করাচিতে যাচ্ছিল। নৌসেনারা ছুটিতে তাদের বাড়িতে যাচ্ছিল বলে খবরে বলা হয়েছে।
প্রাথমিক তদন্তে বলা হয়েছে, ব্রেক-ফেইলের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। বালুচের সহকারী কমিশনার বেলা জামিল বলেন, বাসটি লাসবেলার বোজিতে পৌঁছালে খাদে পড়ে যায়।
তিনি আরো জানান, দুর্ঘটনার পর দ্রুত নৌ সেনা, কোস্ট গার্ড ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে। পরবর্তীতে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু