পার্টিমুডে শাহরুখ কন্যা, সঙ্গে কে?
ই-বার্তা।। শাহরুখ কন্যা, সুহানা এখন টিন-ক্রাশ৷ বলিউডে পদার্পণের আগেই থেকেই তাঁকে নিয়ে কৌতুহলের শেষ নেই তার ফ্যানদের মধ্যে৷ এর মধ্যে নিজের ফ্যানবেসও তৈরি করে ফেলেছে তিনি৷
সম্প্রতি বিগ-বির নাতি অগস্ত্যার সঙ্গে পার্টি করে ছবি পোস্ট করেন সুহানা৷ সেই ছবি এখন রীতিমত ভাইরাল৷
ছবিতে সাদা ক্রপ টপ আর রিপড জিনস পরে সুহানা উষ্ণতার পারদ যে কোথায় তুলে দিয়েছেন তা বলা বেশ কঠিন৷ খোশ মেজাজে পার্টিতে মজে তিনি৷ তবে একা নন৷ তাঁর সঙ্গে দেখা যাচ্ছে বিশেষ কিছু বন্ধু-বান্ধব৷ তাঁদের মধ্যে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্যাও রয়েছেন৷
কার সঙ্গে কোথায় যাচ্ছেন? কী পড়ছেন? সবের বৃতান্ত পেতে চান অনুরাগীরা৷ এদিকে সুহানাও বেশ অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়ায়৷ তাই আপডেট পেতে কোন অসুবিধাও হয়না৷ তবে কিং খানের মেয়ে বলেই খুব স্বাভাবিক তাঁর ব্যক্তিগত জীবনের দিকে সকলের ঝোঁকটা একটু বেশি৷
অমিতাভ বচ্চন এবং শাহরুখের পরিবার চিরকালই একটা স্পেশাল বন্ড শেয়ার করে৷ সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখনও অটুট রেখেছে তাঁদের নতুন প্রজন্মও৷ এদিকে সুহানা-অগস্ত্যা বেস্টফ্রেন্ডস হলে অন্যদিকে আরিয়ান-নব্যাও ভালো বন্ধু৷ ছবিতে অগস্ত্যা ছাড়াও রয়েছে ইয়াশ বিরলার মেয়ে শ্লোকা এবং বিজনেসম্যান অরবিন্দ দুবাসের ছেলে আজার৷
এই পিকচারটি ছাড়াও এর আগে সুহানার বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে৷ কখনও ওয়েস্টার্ন তো কখনও লেহেঙ্গায়৷ সবটাতে এতটাই সাবলিল সে৷ ফলত তাঁর বলিউড ডেবিউয়ের খবরের জন্য কারোর তর সইছে না৷ বলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, সুহানা খানকে লঞ্চ করার প্ল্যান করছেন করণ জোহর৷