পার্লামেন্টে সাংবাদিকদের উপর বিরক্ত মিমি-নুসরাত
ই-বার্তা ডেস্ক।। ভারতের লোকসভায় মঙ্গলবার এমপি হিসেবে শপথ নেন পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত দুই অভিনেত্রী নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী।
নুসরাতের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে তুরস্কে থাকায় লোকসভার আনুষ্ঠানিক শপথগ্রহণ অনুষ্ঠানে ওই দুই এমপি তখন উপস্থিত থাকতে পারেননি।
মঙ্গলবার পার্লামেন্টের সামনে গণমাধ্যমের প্রতিনিধিরা ঘিরে ধরলে ধৈর্য হারান সদ্য নির্বাচিত তৃণমূল কংগ্রেসের ওই দুই এমপি নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী। প্রথম দিকে গণমাধ্যমের প্রতিনিধিদের সামনে দাঁড়িয়ে ছবি তুললেও পরে তাদের এড়াতে না পেরে অস্বস্তি ও বিরক্তি প্রকাশ করেন অভিনেত্রী থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা ওই দুই তারকা।
একহাতে বন্ধু মিমি চক্রবর্তীকে আগলে রেখে সাংবাদিকদের দূরে সরে যেতে বললেন নুসরাত।
এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, ব্যাপারটি বুঝুন, আপনারা এভাবে ধাক্কা মারতে পারেন না।
পরে অবশ্য সংবাদকর্মীদের দূর থেকে লাইনে দাঁড়িয়ে ছবি তুলতে বলা হয়। রাজনীতির জগতে এসেই প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু