পীরেরবাগে হিজড়াকে গলা কেটে খুন
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তায়েল চোপড়া এবং মমতাজ নামে দুইজনকে আটক করা হয়েছে।
মিরপুর মডেল থানার ওসি নজরুল ইসলাম বৃহস্পতিবার রাতে জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) ওহিদুজ্জামান জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে নিজেদের মধ্যে মারামারির একপর্যায়ে গলায় ছুরি চালিয়ে কাকিলাকে হত্যা করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কোকিলার লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।
মিরপুর মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কোকিলা হিজড়ার সঙ্গে কয়েকজন হিজড়ার ঝামেলা চলছিল। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।