‘পুতিনকে বিশ্বাস করবেন না, তার সঙ্গ এড়িয়ে চলুন’
ই-বার্তা ডেস্ক।। ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট পেট্রো পোরেশেংকো শুক্রবার তার উত্তরসূরিকে পরামর্শ দিয়ে বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কখনো বিশ্বাস করবেন না। তার সঙ্গে বৈঠক এড়িয়ে চলুন।
এক সম্পাদকীয়তে পেট্রো পোরেশেংকো লিখেছেন, ‘পুতিনকে বিশ্বাস করবেন না। কখনো না এবং কোনকিছুতেই। পুতিন সবকিছুতে নিজের স্বার্থের জন্য হস্তক্ষেপ করেন। তিনি ইউক্রেন এবং ইউক্রেনবাসীদের ঘৃণা করেন।’
ইউক্রেনের একটি দৈনিক অনলাইনে পোরেশেংকো আরো লিখেছেন, আমি আন্তরিকভাবে পরামর্শ দেই পুতিনের সঙ্গে বৈঠক এড়িয়ে চলুন। এটি যদি সম্ভব না হয় তাহলে তার কেজিবি (রাশিয়ার নিরাপত্তা সংস্থা) হস্তক্ষেপ ও চাটুকারিতা প্রতিরোধ করুন।
পেট্রো পোরেশেংকো এমন সময় এই পরামর্শ দিলেন যখন আর তিন দিন পরই দেশটির বর্তমান প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলেনস্কির সঙ্গে প্যারিসে পুতিনের বৈঠক।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু