পুলওামায় ফের বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় জওয়ান নিহত
ই-বার্তা ডেস্ক।। ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় এক সেনা সদস্য নিহত হয়েছে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত হয় দুই বিচ্ছিন্নতাবাদীও।
দেশটির গণমাধ্যম এনডিটিভি জা্নিয়েছে, জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় বৃহস্পতিবার সকালে সন্ত্রাস বিরোধী অভিযানে নামে সেনাবাহিনী, সেন্টার রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং বিশেষ অভিযান পরিচালনাকারী বাহিনীর সদস্যরা।
তল্লাশি চালাতে গিয়ে বিচ্ছিন্নতাবাদীদের হামলার শিকার হয় তারা। এ সময় দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ চলে। এতে একজন সেনা সদস্য ও দুই বিচ্ছিন্নতাবাদী নিহত হয়।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, এতে আহত হয় আরও দুই সেনা সদস্য এবং এক বেসামরিক লোক। একটি বাড়ি থেকে দুই বিচ্ছিন্নতাবাদীকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনার পর পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে। তল্লাশি ও অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয় প্রতিবেদনে।
এর আগে গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় বিচ্ছিন্নতাবাদী সংগঠন জইশ-ই-মুহাম্মদের হামলায় মারা যায় ভারতের আধা সামরিক বাহিনীর ৪৯ সদস্য। এর পর থেকেই অঞ্চলটিতে অস্থিরতা বিরাজ করছে।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু