পূর্বাচল স্টেডিয়ামের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ বিসিবির
ই-বার্তা ডেস্ক।। শনিবার বিসিবির বোর্ড সভায় আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বোর্ড কর্তারা। এ সময় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, পূর্বাচলে যে অত্যাধুনিক ক্রিকেট স্টেডিয়াম নির্মিত হবে তার জায়গা ইতোমধ্যে বুঝে পেয়েছে বোর্ড।
তিনি বলেন, ‘স্টেডিয়াম করার জন্য ৩৭.৪৯ একর জমি আমরা পেয়েছি। সেজন্য বোর্ড মিটিংয়ে সর্বপ্রথম আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছি। ওনার সহযোগিতা ছাড়া এই জায়গাটা পাওয়া কখনোই সম্ভব হতো না।’
বিসিবি সভাপতি বলেন, ‘ইতোমধ্যেই জায়গা আমাদের নামে হস্তান্তর হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এটা আমাদের ১০ লাখ টাকায় হস্তান্তর করা হয়েছে।’
আগামী তিন বছরের মধ্যেই স্টেডিয়ামের নির্মাণকাজ শেষ করা হবে বলেও আশা প্রকাশ করে জমি বুঝে পাওয়ার পর এবার ভেন্যুর ডিজাইনার ও পরামর্শক নিয়োগের জন্য শীঘ্রই আন্তর্জাতিক দরপত্র আহ্বান করার জন্য আলোচনা হয় সভায়।
নাজমুল হাসান পাপন বলেন, ‘আমরা ঠিক করেছি পূর্বাচলের স্টেডিয়ামের জন্য এক্সপ্রেশন অব ইন্টারেস্ট চেয়ে আন্তর্জাতিকভাবে দরপত্র দিব। সেটা মূলত স্টেডিয়ামের নকশা এবং কনসাল্টেন্সির জন্য। তাদের নির্বাচন করার প্রক্রিয়া নিয়ে আলাপ করেছি। বোর্ডের লোক তো থাকবেই, বাইরের থেকেও বিশেষজ্ঞ এই কমিটিতে অন্তর্ভুক্ত করব।’
ইতিপূর্বে দর্শক ধারণক্ষমতা ৯০ হাজার বলা হলেও বোর্ড সভা শেষে নির্দিষ্ট করে সংখ্যাটা বলেননি বোর্ড সভাপতি। তবে তিনি জানিয়েছেন, অন্ততপক্ষে ৫০ হাজার দর্শক ধারণক্ষমতা থাকবে পূর্বাচলের শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু