পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
ই-বার্তা ডেস্ক।। পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
রোববার হাইকোর্টে রিটটি করেন আইনজীবী তানভীর আহমেদ। পরে রিটটি শুনানির জন্য বিচারপতি মো: নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চে উপস্থাপন করা হয়। এতে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট বিবাদীদের ব্যর্থতা কেন অবৈধ হবে না এই মর্মে রুল জারির নির্দেশনা চাওয়া হয়েছে। পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ এবং এ সমস্যার স্থায়ী সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে গত ৩ নভেম্বর আইনি নোটিশ পাঠিয়েছিলেন আইনজীবী মো. মাহমুদুল হাসান। বাণিজ্য সচিব ও এনবিআরের চেয়ারম্যানকে সাতদিনের সময় দিয়ে ওই নোটিশে বলা হয়েছিল এ সমস্যার সমাধান করতে না পারলে হাইকোর্টে রিট করা হবে।
তবে নোটিশের জবাব না পাওয়ায় আইনজীবী তানভীর আহমেদ রিট করেন। বাজারে অভিযান চালিয়েও নিয়ন্ত্রণে আসেনি দাম। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ২৫০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হতে দেখা গেছে। পেঁয়াজের লাগামহীন মূল্য বৃদ্ধিতে দিশেহারা হয়ে পড়েছেন ক্রেতারা।