প্রচণ্ড গরমে জাপানে ৩০ জনের মৃত্যু
ডেস্ক রিপোর্ট।। দূরপ্রাচ্যের দেশ জাপানে গত কয়েকদিনের প্রচণ্ড গরমে অন্তত ৩০ জন মানুষের মৃত্যু হয়েছে।
জাপানের কিয়োডো নিউজের প্রতিবেদনে বলা হয়, দাবদাহে ৯ জুলাই থেকে এ পর্যন্ত ৩০ জনেরও বেশি মানুষ মারা গেছেন। এর মধ্যে কেবল রাজধানী টোকিওতেই মৃত্যু হয় ১৪ জনের।দেশটির ইমারজেন্সি রেসপন্স টিম জানিয়েছে, দাবদাহের কারণে প্রতিদিন রেকর্ড সংখ্যক জরুরি কল পাচ্ছেন তারা।
উল্লেখ্য, বৃহস্পতিবার দেশটিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস। যা বিগত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। এছাড়া এত দীর্ঘ সময় একটানা দাবদাহ চলার ঘটনাও জাপানে বিরল।
ই-বার্তা।ডেস্ক