“প্রতিপক্ষ অধিনায়কদের জন্য তিনি দুঃস্বপ্ন জয়ে উঠেন”

ই-বার্তা ডেস্ক।।    ভারতের বিপক্ষে সিরিজ জয়ের পর পাকিস্তানের বিপক্ষে সিরিজও নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। আর পাকিস্তানের বিপক্ষে টানা তৃতীয় ওয়ানডে জয়ে দারুণ ভূমিকা রেখেছেন ম্যাক্সওয়েল। খেলেছেন ৫৫ বলে ৭১ রানের ইনিংস।

এমন এক ম্যাচ খেলায় ম্যাক্সওয়েলের প্রশংসায় ভাসিয়েছেন দলের অধিনায়ক ফিঞ্চ। তার মতে ম্যাক্সওয়েল দারুণ এক প্যাকেজ, ‘মেক্সি যখনই খেলুক তার কাছে ভক্তরা অনেক ভালো কিছুর আশা করে। কারণ সে তার প্রতিভার প্রমাণ দিয়েছে। যখন সে ভালো খেলেনি ভক্তরা হতাশ হয়েছে। তবে একটা বিষয় তারা খেয়াল করেনি। মেক্সি গড়ে ২০ রান করে করলে ২০ রান করে ফিল্ডিংয়ে বাঁচিয়ে দিয়েছে। পয়েন্টে সে বিদ্যুতের গতির মতো ফিল্ডার।’

ফিঞ্চ বলেন, ‘আবার ম্যাক্সওয়েল বল করছে। উইকেট নিচ্ছে। সব মিলিয়ে সে আমাদের জন্য দারুণ এক প্যাকেজ। এছাড়া ছয়ে ব্যাটিং করে সে আমাদের বাড়তি সুবিধা দিচ্ছে।’ ম্যাক্সওয়েলকে ৩৬০ ডিগ্রী ব্যাটসম্যান বলে উল্লেখ করেন ফিঞ্চ, ‘যারা মাঠে ৩৬০ ডিগ্রী অ্যাঙ্গেলে ব্যাট করতে পারে তাদের বল করা কঠিন। প্রতিপক্ষ অধিনায়কদের জন্য তিনি দুঃস্বপ্ন জয়ে উঠেন।’