প্রতিবন্ধী নূরা’র দায়িত্ব নিলেন গোলাম রাব্বানী
ই-বার্তা ডেস্ক।। এসএসসি পরীক্ষায় পা দিয়ে লিখে এ প্লাস পাওয়া শারীরিক প্রতিবন্ধী তামান্না আক্তার নূরার সার্বিক দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। নুরার বাড়ি যশোর জেলার ঝিকরগাছা উপজেলায়।
তিন ভাই বোনের মধ্যে নূরা সবার বড়। জন্মগতভাবেই নূরার হাত নেই। সোমবার বাংলাদেশ ছাত্রলীগের সাধারন সম্পাদক গোলাম রাব্বানী নূরাকে পরিবারসহ তার বাসায় আমন্ত্রণ জানান। পরে তিনি তার সার্বিক দায়িত্ব নেন।
গোলাম রাব্বানী বলেন, ‘যাদের অঢেল টাকা পয়সা আছে, সুযোগ সুবিধা আছে, তবুও যারা পড়াশোনা করতে চায় না তাদের জন্য নূরা দৃষ্টান্ত। নূরা আমার বোন। বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমি তার সার্বিক দায়িত্ব নিয়েছি। নূরাকে দেখে সবার শিক্ষা নেওয়া উচিত। সকল বাঁধা বিপত্তি পেরিয়ে সে এগিয়ে যাচ্ছে। তার সব দায়িত্ব আমার। বাংলাদেশ ছাত্রলীগ তার পাশে আছে।’
ই-বার্তা/সালাউদ্দিন সাজু