প্রতি জেলায় তৈরি হচ্ছে ফুটবল স্টেডিয়াম
ই-বার্তা ডেস্ক।। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল জানান, দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবলকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে বিভাগ ও জেলা পর্যায়ে আলাদা স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা করেছে বর্তমান সরকার।
গতকাল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
রাসেল বলেন, ‘ফুটবল একটি জনপ্রিয় খেলা। এটি বাংলাদেশের মানুষের প্রাণের খেলা। তাই ফুটবলকে এগিয়ে নেয়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে এগিয়ে আসতে হবে। খেলাটির সোনালী অতীতকে ফিরিয়ে আনতে হবে। ফুটবলকে টিকিয়ে রাখতে তৃণমূল পর্যায়ে তা ছড়িয়ে দিতে হবে। এ লক্ষ্যে বিভাগ ও জেলা পর্যায়ে ফুটবলের জন্য পৃথক স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে আমাদের।’
তিনি আরো বলেন, ‘তৃণমূল পর্যায় থেকে তরুণ উদীয়মান খেলোয়াড় তৈরী করতে আন্ত:জেলা ও বয়সভিত্তিক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করতে হবে। খেলোয়াড়দের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের উপর জোর দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত ক্রীড়া অনুরাগী মানুষ। তাই ফুটবলের উন্নয়নে সব ধরনের পদক্ষেপ প্রহন করা হবে।’
মতবিনিময় সভায় বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের মহাসচিব তরফদার মো: রুহুল আমিন উপস্থিত ছিলেন।
ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু