“প্রবাসীরা আছেন বলে দেশ আজ এগিয়ে যাচ্ছে”
ই-বার্তা ডেস্ক।। ঐতিহাসিক ৭ মার্চ ও আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহায় বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার স্থানীয় কেরালা সোস্যাল ক্লাবের অডিটোরিয়মে মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর চৌধুরী।এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাতের ভাইস কন্সাল মোজাফর আহাম্মেদ।
এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোহাম্মদ ইব্রাহিম, ইউএই আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ তাজদ্দিন, মোহাম্মদ সাহাবুদ্দিন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রায়হান আব্বাস, শরিফ আহাম্মেদ চিস্তি, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ হারুন প্রমুখ।
প্রধান অতিথি মোজাফর আহাম্মেদ তার বক্তব্যে বলেন, প্রবাসীরা দেশের অমূল্য সম্পদ।প্রবাসীরা আছেন বলে দেশ আজ এগিয়ে যাচ্ছে। দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে।