প্রবাসীর মরদেহ সরকারী খরচে দেশে পাঠ্যানোর দাবি
ই-বার্তা ডেস্ক।। সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরাম (প্রসাফ) সম্পূর্ণ সরকারি খরচে প্রবাসীদের মরদেহ দেশে পাঠানোসহ বেশ কিছু দাবি তুলে ধরেছে। সাথে সাথে জাতীয় নির্বাচনে অনলাইনের মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবিও জানিয়েছে সংগঠনটি।
প্রসাফের উদ্যোগে শুক্রবার (২১ ডিসেম্বর) রিয়াদের বাথার বদর আল সামা মেডিকেলের হলরুমে আয়োজিত সভায় এসব দাবি জানানো হয়। আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন লিটন ।
প্রসাফের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল-আমীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পপতি আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন প্রসাফে’র সিনিয়র সহ সভাপতি আবু সাইদ, বদর আল সামা মেডিকেল সেন্টারের চেয়ারম্যান জামরুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক গোলাম রাব্বানী, ব্যবসায়ী তৌহিদুর রহমান, ডা. মাহমুদুল হাসান, রেজাউল করিম মেরাজ, মোহাম্মদ শাহজাহান, অলিউল্লাহ খান প্রমুখ।
সভায় অন্যদের মাঝে বক্তব্য দেন- সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সহ সাংঠনিক সম্পাদক এম এইচ প্রিন্স আহমেদ, প্রচার সম্পাদক আবুল কালাম আজাদ লিটন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন দিদার, সাহেদ আলম, কবি শাহীনুর, মো. ওমর ফারুক, মো. অহিদ রানা প্রমুখ।
ই-বার্তা/ মাহারুশ হাসান