প্রস্তুতির কিছু নেই, একটু বিশ্রাম নিতে হবেঃ মুশফিক
ই-বার্তা ডেস্ক।। আগামী ৮ ফেব্রুয়ারি ঢাকায় বিপিএল ফাইনাল। ১৩ ফেব্রুয়ারি নেপিয়ারে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে। মাঝখানে বিরতি মাত্র চারটি দিন। যারা ফাইনাল খেলবেন, সেই সব বাংলাদেশি খেলোয়াড়ের নিউজিল্যান্ড সফরের প্রস্তুতির সময়টা কাটাবে বিমানে।
ইতোমধ্যে অবশ্য অনেক ক্রিকেটার আর যাদের দল বিপিএল থেকে বাদ পড়েছে তারা কিছু কিছু আগামীকালই নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা দেবেন।
জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম অবশ্য বলেছিলেন, দলের খেলোয়াড়রা খেলার মধ্যেই আছে। তাই জাতীয় দলের খুব একটা সমস্যা হবে না।
ক্লান্তি মেনে নিয়েও মুশফিক বলেন, ‘একটা সপ্তাহ যদি ব্রেক পাওয়া যায়, তাহলে মোটামুটি ভালো হয়। কিন্তু সাত দিন আছে। কাভার করতে হবে। কারণ আমরা পেশাদার ক্রিকেটার। ম্যাচের মধ্যে থাকলে আত্মবিশ্বাস ভালো থাকে। এর চেয়ে ভালো কোনো প্রস্তুতি হতে পারে না।’
মুশফিক বলেন, ‘এখন প্রস্তুতির কিছু নেই। যেই কয়দিন সময় আছে একটু বিশ্রাম নিতে হবে। এরপর সুইচ অন করতে হবে। আর আমার পারফর্মেন্স নিয়ে আমার না আপনাদের বলা উচিত। আমি বেশি গবেষণা করি না। আমি শুধু চেষ্টা করি। অবশ্যই ইচ্ছা ছিল যে আজকের দিনটায় কন্ট্রিবিউট করতে পারি। যেন একটা ম্যাচ উইনিং ইনিংস খেলতে পারি। তবে ওভারঅল আগের যে কোনো টুর্নামেন্টের চেয়ে একটু হ্যাপি। কিছু কিছু জায়গা অনেক কঠিন অবস্থা ছিল, যেখান থেকে বের হয়ে আসা এবং নিজের কাছেই নিজেকে প্রমাণ করা যে আমি গুড এভাফ। নিজের কাছে যেই যুদ্ধটা ছিল সেদিক থেকে একটু সন্তুষ্ট, বেশি না।’
নিজেদের প্রস্তুতি নিয়ে চিন্তা না থাকলেও নিউজিল্যান্ড সফর খুব কঠিন হতে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘নিউজিল্যান্ড চ্যালেঞ্জ অনেক কঠিন। ওয়ানডে ফরম্যাট, ইন্ডিয়া জিতে গেছে কিন্তু তাঁরা ভালো লড়াই করেছে। আমার বিশ্বাস আছে আমাদের যেই দল যাবে তারা ভালো করবে।’
ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু