প্রায় সাড়ে ৩ লাখ টন চাল আমদানির অনুমতি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়
ই-বার্তা ডেস্ক ।। ৩ লাখ ৮ হাজার মেট্রিক টন নন-বাসমতি সেদ্ধ চাল এবং ৩৩ হাজার মেট্রিক টন আতপ চাল আমদানির অনুমতি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। শনিবার (২১ আগস্ট) দেশের ৯২টি প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ ৪১ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমতি দেওয়া হয়।
এর আগে গত ১৮ আগস্ট আরও ৭১ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬২ হাজার মেট্রিক টন নন-বাসমতি সেদ্ধ চাল এবং ৫৬ হাজার মেট্রিক টন আতপ চাল আমদানি অনুমতি দেয় মন্ত্রণালয়।
শনিবার (২১ আগস্ট) এক অফিস আদেশে জানানো হয়, আগামী ১৫ দিনের মধ্যে এলসি খুলতে হবে এবং এ সংক্রান্ত তথ্য (বিল অব এন্ট্রিসহ) খাদ্য মন্ত্রণালয়ে তাৎক্ষণিকভাবে ই-মেইলে (sasep@mofood.gov.bd) অবহিত করতে হবে।
বরাদ্দ পাওয়া আমদানিকারকদের আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে সমুদয় চাল বাংলাদেশে বাজারজাত করতে হবে। বরাদ্দের অতিরিক্ত আইপি (ইমপোর্ট পারমিট) ইস্যু করা যাবে না। আমদানি করা চাল সত্ত্বাধিকারী প্রতিষ্ঠানের নামে পুনরায় প্যাকেটজাত করা যাবে না। প্লাস্টিক বস্তায় চাল বিক্রি করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংকে এলসি খুলতে ব্যর্থ হলে বরাদ্দ আদেশ বাতিল বলে গণ্য হবে।