প্রিয়া-রণবীরের ঘনিষ্ঠ ছবি ভাইরাল
ই-বার্তা ডেস্ক।। ছোট্ট একটি ভিডিও দক্ষিণী অভিনেত্রী প্রিয়া প্রকাশকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। ভ্রূ কাপানো সে ভিডিও ভাইরাল হলে রাতারাতি জাতীয় ক্রাশে পরিনত হন তিনি। এর পর অনেক সিনেমার অফারও পেয়েছেন প্রিয়া।
‘সিম্বা’ সিনেমাতে রণবীরের সঙ্গে অভিনয় করার কথা ছিল তার। ব্লকবাস্টার ‘সিম্বা’ সিনেমায় রণবীর সিংয়ের সঙ্গে অভিনয় করতে না পারলেও একই ফ্রেমে স্মৃতি ধরে রাখতে একই ফ্রেমে দেখা গেল তাদের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাদের একটি ঘনিষ্ট ছবি ভাইরাল হয়েছে ।
ভিকি কুশল অভিনীত ‘উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইকে’ ছবির প্রদর্শনীতে আমন্ত্রিত হয়ে এসে একে অপরের সঙ্গে দেখা হতেই সেলফি তুললেন তারা।সোশ্যাল মিডিয়াসহ বলিউড পাড়াতেও ছড়িয়ে পরেছে সেই সেলফি।
ই-বার্তা/ মোঃ সালাউদ্দিন সাজু