প্রেম করে বিয়ের কথা বলে অন্তঃসত্ত্বা করে পালাল প্রেমিক

ই-বার্তা ডেস্ক ।। নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এ ঘটনা ঘটার পর শুক্রবার (১১ মে) শরীফ মিয়া (২৫) নামের ওই যুবকের বিরুদ্ধে ওই তরুণী নিজে বাদী হয়ে অভিযোগ করে  ।

 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক জানান,

ওই তরুনীর সাথে শরীফের প্রেমের সম্পর্ক ছিলো। এরই এক পর্যায়ে বিয়ের আশ্বাসে ওই যুবতীর সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে শরীফ। প্রাথমিকভাবে আমরা ঘটনার সত্যতা পেয়েছি। এখন ডাক্তারি পরীক্ষার জন্য অপেক্ষা করছি। শরীফ পালিয়ে গেছে। তাকে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

 

মামলার অভিযোগে জানা যায়, সাতগ্রাম ইউনিয়নে  কয়েকবছর আগে উপজেলার  মেরারটেক গ্রামের দানা মিয়ার ছেলে শরীফের সঙ্গে ওই তরুণীর পরিচয়ের এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

 

শরীফ ওই তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। এর কিছুদিন পর ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।এরপর গ্রামে বৈঠক হলে এ ঘটনায় শরীফ তাৎক্ষণিক ওই তরুণীকে বিয়ে করবে বলে আশ্বাস দিয়ে পালিয়ে যায়।

 

 

 

ই-বার্তা/ডেস্ক