ফের বিয়ের পিঁড়িতে সানি লিওন!
ই-বার্তা ।। সানি লিওন। নাম শুলনেই অনেকে এড়িয়ে যান। কিন্তু সাবেক এই পর্নস্টার ইতিমধ্যে বলিউডে নিজের একটা স্থান তৈরি করে ফেলেছেন। পাশাপাশি তাকে নিয়ে মানুষের আগ্রহ কম নয়। বিভিন্ন কারণে খবরের শিরোনাম হন তিনি। এবার যেমন বিয়ের কারণে খবরের শিরোনাম হলেন! অবাক হয়েছেন নিশ্চয়। কারণ স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে সুখেই সংসার করছেন। এমনকি তাদের বিচ্ছেদের খবরও পাওয়া গেল না, তাহলে কি প্রথম স্বামীকে রেখে দ্বিতীয় স্বামী গ্রহণ করছেন সানি?
অবশ্য বিষয়টা তেমন না। আসলে স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে সানি লিওনের বিয়ের ছবি নতুন করে ভাইরাল হয়েছে। যা দেখে ভারতীয় গণমাধ্যম জি নিউজ শিরোনাম করেছে তিন সন্তানের মা, ফের বিয়ের পিঁড়িতে বসছেন সানি লিওন।
প্রতিবেদনে বলা হয়, বিয়ের সপ্তম বার্ষিকীতে এবার সানি লিওন এবং ড্যানিয়েল ওয়েবারের বিয়ের পিঁড়িতে বসার সেই ছবি ভাইরাল হয়েছে। যেখানে কখনও পাঞ্জাবি পরিবারের মেয়ে সানি লিওনের সঙ্গে বিয়ে হচ্ছে ড্যানিয়েলের। আবার কখনও সাদা রঙের গাউন পরে ড্যানিয়েলকে বিয়ে করতে দেখা যাচ্ছে বলিউডের ‘বেবি ডল’কে। যে ছবি প্রকাশ্যে আসার পরই তা ভাইরাল হয়ে যায়।