ফেসবুকে ছেলের ছবি দিলেন মুশফিক
মুশফিকের বাবা আবদুল হামিদ মুশফিকের বাবা হওয়ার সুসংবাদটি নিশ্চিত করেছেন তিনি তাঁর নাতির জন্যসকলের কাছে দোয়া চেয়েছেন। জানিয়েছেন, মা ও ছেলে দুজনই সুস্থ আছেন।
ফেসবুকে প্রকাশিত এক স্ট্যাটাসে নাতির জন্মের খবর জানিয়ে তিনি লিখেছেন, ‘‘আলহামদুলিল্লাহ!!! অবশেষে বহুকাঙ্ক্ষিত সেই দাদা ভাই, সকাল নয়টা আটাশ মিনিটে এই দুনিয়ায় চলে এলেন। শুকরিয়া গো খোদা তোমার প্রতি।দোয়ার জন্য সকলের কাছে দরখাস্ত। মা ও ছেলে দুজনেই সুস্থ আছে। আল্লাহ যেন দাদা ভাইকে ভালো মানুষ করেন।আমিন!!!’
২০১৩ সালের অক্টোবরে জান্নাতুল কিফায়াত মন্ডির সঙ্গে মুশফিকের বাগদান সম্পন্ন হয়। এরপর ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা।
ই-বার্তা / এস এস