বছর শেষেই মুক্তি পাবে দাবাং ৩!

ই-বার্তা ডেস্ক ।।  বলিউডে বছর শেষে যেন ছবির মেলা। প্রত্যেক প্রোডাকশন হাউজেরই লক্ষ্য বড়দিনের বড় ক্রাউড। বছর শেষের বড় রিলিজের মধ্য়ে এতদিন শোনা যাচ্ছিল রণবীর কাপুর ও আলিয়া ভাটের ব্রহ্মাস্ত্র এবং অর্জুন কাপুরের পানিপত। এবার সেই তালিকায় নাম লেখালেন সলমান খানও।

দাবাং ৩-এর পরিচালনার দায়িত্ব সলমান খান তুলে দিয়েছেন প্রভু দেবার হাতে। এর আগে দাবাং পরিচালনা করেছিলেন অনুরাগ কাশ্যপ এবং দাবাং ২-এর পরিচালনার দায়িত্ব ছিল আরবাজ খানের হাতে।

সম্প্রতি দুবাইয়ে একটি অনুষ্ঠানে সলমান খান জানালেন আগামী ১ এপ্রিল থেকে শুরু হবে ছবির শ্যুটিং। এই ছবিতে একেবারে অন্য রূপে পাওয়া যাবে ভাইজান ও সোনাক্ষী সিনহাকে।

বর্তমানে সলমান অবশ্য ব্যস্ত তাঁর আগামী ছবি ভারত-এর পোস্ট প্রোডাকশন নিয়ে। আলি আব্বাস জাফর পরিচালিত এই ছবিতে সলমান খান ও ক্যাটরিনা কৈয়ফ ছাড়াও দেখা যাবে তাবু, জ্যাকি শ্রফ, দিশা পটানি এবং সুনীল গ্রোভারকে। ২০১৯-এর ঈদে মুক্তি পাবে ভারত।

ই-বার্তা /  তামান্না আলী প্রিয়া