বর্তমান সরকারের সাথে কাজ করবে ইইউ
ই-বার্তা ডেস্ক।। বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেঞ্জি তেরিং শনিবার আয়োজিত বাংলাদেশ-ইইউ সম্পর্ক বিষয়ক এক সেমিনারে বক্তৃতাকালে বলেন, বাংলাদেশের কাঙ্খিত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে দেশের নতুন সরকারের সঙ্গে এক সাথে কাজ করতে গভীর আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
রেঞ্জি বলেন, বাংলাদেশ বিগত এক বছরে ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন করেছে। আগামী দিনগুলোতে বাংলাদেশের জন্য টেকসই ও অগ্রসরমান প্রবৃদ্ধি প্রয়োজন।
রাষ্ট্রদূত বলেন, আমি মনে করি, কাঙ্খিত এই প্রবৃদ্ধি অর্জন করা নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ।প্রবৃদ্ধির সুফল সকলের মধ্যে সমহারে বণ্টন করতে না পারলে দারিদ্র্য পুরোপুরি বিমোচন হবে না।
তিনি বলেন, বাংলাদেশ যদি ২০২১ সালের মধ্যে একটি মধ্য আয়ের দেশ এবং ২০২৪ সালের মধ্যে এলডিসির অবস্থান থেকে বেরিয়ে আসতে পারে তাহলে সেটি হবে একটি সাফল্যের গল্প।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক।
ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু