বর্তমান সরকারের সর্বক্ষেত্রে ব্যর্থতা রয়েছেঃ মির্জা ফখরুল

ই- বার্তা ডেস্ক।।   বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারের ‘দায়িত্বহীনতা ও অব্যবস্থাপনাকে’ দায়ী করেছেন।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর আজিমপুরে সকালে ভাষা শহীদ শফিউর রহমান ও আবুল বরকতের কবর জিয়ারতের পর সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, বর্তমান সরকারের সর্বক্ষেত্রে ব্যর্থতা রয়েছে। আজকে সব জায়গায় মানুষ অকারণে জীবন হারাচ্ছে। এর কারণ হচ্ছে সরকারের দায়িত্বহীন ও অব্যবস্থাপনা।

বিএনপি মহাসচিব এসময় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ফখরুল বলেন, এ সরকার রাষ্ট্র পরিচালনায় সম্পূর্ণভাবে ব্যর্থ। রাষ্ট্র সঠিকভাবে পরিচালনার সদিচ্ছা তাদের নেই। তারা যে কোনোভাবে ক্ষমতায় টিকে থাকতে চায়। জনগণের প্রতি এ সরকারের কোনো দায়বদ্ধতা নেই।

 বিএনপি আজ বাদ জুমা মোনাজাত ও কাল শোক দিবস পালন করবে বিএনপি : রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় আজ দেশব্যাপী সব মসজিদে বাদ জুমা বিশেষ মোনাজাতের ঘোষণা দিয়েছে।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম