বলিউডে অভিনয় করতে যাচ্ছেন শাকিব খান!

ই-বার্তা।। বলিউডে পা রাখতে যাচ্ছেন ঢাকাই সিনেমার এ সময়ের সবচেয়ে জনপ্রিয় ও ব্যস্ত অভিনেতা শাকিব খান! সিনেপাড়ার গুঞ্জন, আগামী বছরের যেকোনো সময় বলিউডে অভিনয় করতে দেখা যাবে বাংলার কিং খানকে।

 

গত এক যুগ ধরে রুপালি পর্দায় দাপুটে হিরো শাকিব খান। শুধু নিজ দেশ নয় বর্তমানে যৌথ প্রযোজনার ছবির মাধ্যমে টালিউডেও নিজের অবস্থান পাকাপোক্ত করছেন তিনি। ইতিমধ্যে কয়েকটি ব্যবসাসফল ছবি তার ঝুলিতে জমাও পড়েছে। সূত্রের খবর, কলকাতায় অভিনয়কালে শাকিবের লুক, কাজের গতি ও অভিনয় দক্ষতা নজরে এনেছেন বলিউডের কিছু প্রডিউসার।

 

প্রসঙ্গত শাকিব অভিনীত কলকাতার কয়েকটি ছবিতে তামিল ও বলিউডের ফাইট ও ড্যান্স ডিরেক্টর ছিলেন। বিশেষ করে তারাই চাইছেন বাংলাদেশের এ সুপার হিরো বলিউডের মতো প্ল্যাটফর্মে তার যোগ্যতা প্রদর্শন করুক। এ বিষয়ে নাকি আলোচনাও এগুচ্ছে একটু একটু করে। তাহলে কী এখন বলিউড মিশনের প্রস্তুতি নিচ্ছেন শাকিব খান!

 

 

ই-বার্তা/ডেস্ক রিপোর্ট