বলিউডে অভিনয় নিয়ে কথা বললেন প্রিয়াংকা
ই-বার্তা।। বর্তমানে আয়ারল্যান্ডে মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকা’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রিয়াংকা।
হলিউডের ব্যস্ত অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া যেন নিজের শেকড়কে ভুলতে বসেছেন। অনেক দিন ধরে বলিউডে দেখা যাচ্ছে না এ দেশি গার্লকে।
এর মধ্যে তার ভারতীয় ভক্তরা প্রশ্ন তুলেছেন- হিন্দি ছবিতে প্রিয়াংকার কি আর দেখা মিলবে না।
২০১৬ সালের প্রকাশ ঝার ‘জয় গঙ্গাজল’ ছবির পর আর কোনো হিন্দি সিনেমায় দেখা যায়নি তাকে।
বলিউডে গুঞ্জন শুরু হয়েছে, বলিউডে অভিনয় করা ছেড়েই দিচ্ছেন এ শীর্ষনায়িকা। অথচ ভারতের শীর্ষ জনপ্রিয় অভিনেত্রীর একজন তিনি।
অবশেষে মুখ খুলেছেন প্রিয়াংকা। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে লিখেছেন- আগ্রহী হওয়ার মতো এমন কোনো চিত্রনাট্য তার হাতে আসেনি। অপেক্ষা করছেন, পেলেই কাজ শুরু করবেন। এমন নয় যে তিনি কাজই করছেন না।
জানা গেছে, ভারতের প্রয়াত মহাকাশচারী কল্পনা চোপড়ার জীবনীতে কাজ করতে আগ্রহী প্রিয়াংকা চোপড়া।
তবে এ ব্যাপারে প্রিয়াংকা বা নির্মাতাদের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।