বস্তিতে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে
ই-বার্তা ডেস্ক ।। জাহাঙ্গীর বস্তি নামেও পরিচিত রাজধানীর ভাসানটেক বস্তিতে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে।বুধবার রাত ১টা ৩৪ মিনিটের দিকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানা যায়।
ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিটের প্রচেষ্টায় বুধবার দিবাগত রাত ৩টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের কর্তব্যরত কর্মকর্তা আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার রাত ১টা ৩৪ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। আগুনের কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারন সম্পর্কে পরে জানা যাবে।
পুরানো ঢাকার চকবাজারের অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই আবারও বড় ধরনের আগুন লাগল রাজধানীতে। গত ২০ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।
ই-বার্তা / তামান্না আলী প্রিয়া