বাংলাদেশের মানুষ এখন মাথা উঁচু করে দাঁড়াতে পারছে : স্পিকার
ই- বার্তা ডেস্ক।। বাংলাদেশ আজ বিশ্বের দ্বারে সমৃদ্ধিশালী দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। এদেশের মানুষ এখন মাথা উচুঁ করে দাড়াঁতে পারছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী।
গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, রাষ্ট্রের সর্বচ্চ সম্মাননা স্বাধীনতা পদকপ্রাপ্ত ও সংবিধান প্রনোয়ন কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য মরহুম এম আব্দুর রহিমের ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার আজ আমাদের এ সম্মান এনে দিয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে। ২০৪১ সালের মধ্যে ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও উন্নত সমৃদ্ধ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা আমরা গড়ে তুলবো ইনশাল্লাহ্।
এদিন স্পিকার ড.শিরীন শারমিন প্রয়াত নেতা এম আব্দুর রহিমের গ্রামের বাড়ি সদরের জালালপুরে মরহুমের সমাধীস্থালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে এম আব্দুর রহিম সমাজকল্যাণ ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের সভাপতি আজিজুল ইসলাম জুগলু’র সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য রাখেন, সুপ্রীম কোটের বিচারপতি এনায়েতুর রহিম, ৭১টিভির প্রধান নির্বাহী মোজাম্মেল বাবু, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঙ্গম নিজাম ও জাতীয় সংসদের হুইপ সদর ৩ আসনের সাংসদ ইকবালুর রহিমসহ প্রমুখ।