বাংলাদেশের সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে বিশ্বকাপ খেলবে ফাহাদ
ই-বার্তা ডেস্ক।। মাত্র ১৬ বছর বয়সে আগামী নভেম্বরে রাশিয়ায় দাবা বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের দাবাড়ু ফাহাদ রহমান। বাংলাদেশের সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেন তিনি।
এশিয়ান জোনাল ৩.২ দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন বিভাগে চমক দেখিয়ে ৭ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতিতে শিরোপা জয় করায় মিলেছে বিশ্বকাপের টিকিট।
এর আগে ষষ্ঠ রাউন্ড পর্যন্ত আধা পয়েন্ট এগিয়ে ছিলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। তাকে সরিয়ে শীর্ষে চলে আসেন আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। শনিবার শেষ রাউন্ডে আধা পয়েন্ট এগিয়ে থাকা রাজীবের প্রয়োজন ছিল জয়। তা হলেই চ্যাম্পিয়ন হন এশিয়ান ৩.২ অঞ্চলে। কিন্তু গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তারের কাছে হেরে যান রাজীব। তবে সবকিছু ছাপিয়ে শেষবেলায় বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেন ফাহাদ রহমান।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু