বাজেটকে হতাশাজনক ও চটকদার বলে দাবি গণফোরামের
ই- বার্তা ডেস্ক।। জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন প্রস্তাবিত ২০১৯-২০ অর্থবছরের বাজেটকে হতাশাজনক ও চটকদার বলে দাবি করেছেন ।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে প্রস্তাবিত বাজেট নিয়ে গণফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
ড. কামাল বলেন, এ বাজেটে জনগণের স্বার্থকে বিভিন্নভাবে উপেক্ষা করা হয়েছে। তাই গণফোরাম এ বাজেট প্রত্যাখ্যান করছে।
তিনি বলেন, দেশের মালিক হিসেবে ভূমিকা পালন করতে হলে জনগণকে দেশের আয়-ব্যয় কীভাবে চলছে, তা জানাতে হবে।
তিনি আরও বলেন, সবার সঙ্গে আলোচনা করে এই বাজেট পাশের বিরুদ্ধে প্রয়োজনে কর্মসূচি দেবে গণফোরাম।
জনগণের স্বার্থকে উপেক্ষা করে শক্তিশালী ব্যবসায়ী গোষ্ঠী ও রাজনৈতিক স্বার্থান্বেষী ব্যক্তির স্বার্থ হাসিলের বাজেট এটি। এই বাজেট একটি অদূরদর্শী ও দুর্বলভাবে প্রণীত, যেখানে দেশের প্রকৃত সমস্যা মোকাবেলার কোনো চেষ্টা নেই।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম