বাবা হচ্ছেন রাজ চক্রবর্তী!
ই-বার্তা।। মধুচন্দ্রিমার রেশ এখনও কাটেনি। এর মধ্যেই বাবা হতে চলেছেন রাজ চক্রবর্তী। তবে কোন বিশ্বস্ত সুত্রের মারফতে এই তথ্য মেলেনি। এ খবর ভাইরাল হয়েছে টলিউড অভিনেতা জিৎের সৌজন্যে। তার একটি টুইটের পর থেকে শুরু হয়েছে যাবতীয় গুঞ্জন।
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে জিতের ‘সুলতান দ্য সেভিয়র’ ছবির ট্রেলার। ছবির মুক্তিও আসন্ন। এ ছবির জন্যই নায়ককে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। তিনি লিখেছিলেন, ‘কেয়া বাত ##SultanTheSaviour জমে ক্ষীর। বেস্ট উইশেস বেটা।’
মজা করেই সেই টুইটের উত্তর দিয়েছেন জিৎ। পরিচালককে ‘রাজু বেটা’ বলে সম্বোধন করে তিনি বলেছেন, যখন বাবা হবে জানাতে। জিতের এই টুইটের পরই শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। এর পরেই শুভশ্রীর মা হওয়ার খবর ছড়িয়ে পড়েছে।
কিন্তু শোনা কথা সবক্ষেত্রে সত্যি নাও হতে পারে। আর এক্ষেত্রেও রটনা সত্যি হওয়ার সম্ভাবনা কম। কারণ এখনও মধুচন্দ্রিমার আবহেই রয়েছেন রাজ-শুভশ্রী। তবে জিতের ইঙ্গিত অদূর ভবিষ্যতে সত্যি হলে খুশিই হবেন রাজ-শুভশ্রীর অনুরাগীরা।