‘বালিশ কাণ্ডে’র মতো ‘অপকর্মে’ সরকারের ভালো কাজ ঢাকা পড়ে যাচ্ছে
ই- বার্তা ডেস্ক।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম মন্তব্য করেছেন যে, বিভিন্ন সরকারি দফতরের গুটিকয়েক কর্মকর্তা-কর্মচারীর ‘বালিশ কাণ্ডে’র মতো বিভিন্ন ‘অপকর্মে’ সরকারের অনেক ভালো কাজও ঢাকা পড়ে যাচ্ছে বলে ।
গণপূর্তমন্ত্রী বলেন, ‘রাজউকে (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) কর্মরত মাত্র কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীর কারণে অনেক ভালো কাজ ঢাকা পড়ছে। তিনশ ফিট সড়ক ও হাতিরঝিলের মতো একটি দৃষ্টিনন্দন কাজও ঢাকা পড়ে যায়, যখন বালিশ কাণ্ডের দায় মাথায় নিতে হয়। এজন্য রাজউককে একটি ইমেজপূর্ণ জায়গায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে। ধরে নেব দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। তবুও ছাড় দেওয়া হবে না। ’
আজ বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে রাজধানীর মতিঝিলে রাজউক অডিটোরিয়ামে সেবা সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এসময় তিনি রাজউকের অসৎ কর্মকর্তাদের হুঁশিয়ারি দিয়ে বলেন, সততার সঙ্গে ভালো কাজ করুন; না হলে দুর্নীতিবাজ ও অযোগ্য লোকদের বিদায় করা হবে। এত ভালো কাজ করার পরও দুয়েকজন যারা দুর্গন্ধ সৃষ্টি করে, তাদের বিদায় করে দেবো।
তিনি বলেন, ‘রাজউকের জনবলের অভাব রয়েছে। নতুন করে গাজীপুর, নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ ও সাভার এলাকা রাজউকের অধীনে আনা হয়েছে, তবুও লোক বাড়েনি। এত কম জনবল নিয়ে সেবা দেওয়া অনেক কঠিন। সেবা সপ্তাহ একবার নয়, বছরে কয়েকবার করা যায় কি না, তা ভাবা হচ্ছে। ’
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম