বাসের ধাক্কায় যুবলীগ নেতার মৃত্যু
ই-বার্তা ডেস্ক।। শনিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে সাতকানিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় দিদারুল ইসলাম (২৮) নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন।
নিহত দিদারুল সাতকানিয়া উপজেলার জনার কেওচিয়া এলাকার রফিক আহমেদের ছেলে বলে জানা যায়।
তথ্যের ভিত্তিতে জানা যায়, দিদার মোটরসাইকেল চালাচ্ছিল। এসময় পেছন দিক থেকে হানিফ পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। দিদার উপজেলা যুবলীগ কর্মী বলে জানা গেছে।
ই-বার্তা/ মাহারুশ হাসান