বাসে করে টুঙ্গিপাড়া যাচ্ছেন নতুন মন্ত্রীরা
ই-বার্তা ডেস্ক।। টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর আজ (বুধবার) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
তারা আরও জানান, মন্ত্রিসভার নতুন সদস্যদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ১১টার দিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন।
তারপর বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও দোয়ার মাহফিলে অংশ নেবেন তিনি। পরে আকাশপথে ঢাকার উদ্দেশে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তবে প্রধানমন্ত্রী ছাড়া মন্ত্রিপরিষদের বাকি সদস্যরা বাসে করে ঢাকা থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দিবেন।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম সাংবাদিকদেরকে এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে আমরা বাসে করে সাভার জাতীয় স্মৃতিসৌধে গিয়েছিলাম মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে।
বুধবারও আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে বাসে করেই যাব। আবার সেখান থেকে বাসযোগেই ঢাকা ফিরব।
ই-বার্তা/ মোঃ সালাউদ্দিন সাজু