বিএনপিকে বিভক্ত করার চক্রান্ত হচ্ছেঃ ফখরুল
ই-বার্তা ডেস্ক ।। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন যে, অনেক চক্রান্ত শুরু হয়েছে বিএনপিকে দুর্বল করার জন্য।
রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আরাফাত রহমান কোকোর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার মিলাদ মাহফিলপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি মহাসচিব এ অভিযোগ করেন।
এ সময় তিনি বলেন, বিএনপিকে দুর্বল করার জন্য অনেক চক্রান্ত হচ্ছে। এর আগেও চেষ্টা করেছে, যেটা এখন পর্যন্ত পারেনি। এ চক্রান্ত বিএনপিকে বিভক্ত করে তার শক্তিকে ছোট করে দেয়া। আমি দৃঢ়তার সঙ্গে বলতে চাই, কোনো দিনই সরকার সেটা পারবে না।
মির্জা ফখরুল আরও বলেন, রাজনীতি বুঝে অত্যন্ত শক্তভাবে অবস্থান নিতে হবে মন্তব্য করে বলেন, বাংলাদেশের মানুষের ঘরে ঘরে যেতে হবে। মানুষ বাংলাদেশি জাতীয়তাবাদীর রাজনীতিকে ধারণ করে। সে জন্যই বিএনপির প্রতি তাদের এত দুর্বলতা। বিএনপিকে তারা ভালো রাজনৈতিক দল হিসেবে ভাবে। সেই ভালোবাসাকে কাজে লাগিয়ে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে।
বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, আমরা একদিকে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করব, তাকে স্মরণ করব; অন্যদিকে দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির জন্য অতিদ্রুত আমরা সংগঠিত হয়ে তাকে মুক্ত করে নিয়ে আসব ইনশাআল্লাহ। আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে নিয়ে আসব।
মিলাদে আরও উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হারুনুর রশীদ, প্রচার সম্পাদক শহিদউদ্দিন চৌধুরী এ্যানী, কেন্দ্রীয় নেতা শিরিন সুলতানা, মীর নেওয়াজ আলী প্রমুখ।
ই-বার্তা / রেজওয়ানুল ইসলাম