বিএনপির নেতাদের ধন্যবাদ জানালেন তথ্যমন্ত্রী
ই- বার্তা ডেস্ক।। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দেখতে যাওয়ায় বিএনপির নেতাদের সাধুবাদ জানিয়েছেন।
আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবে ডিইউজের সাবেক সভাপতি শাহ আলমগীর এর স্মরণ সভা শেষে সাংবাদিকদের মাধ্যমে সাধুবাদ জানান তিনি।এ
এ সময় হাছান মাহমুদ বলেন, আপনারা জানেন, গতকাল রাতে মির্জা ফখরুল ইসলামসহ বিএনপির কয়েকজন সিনিয়র নেতৃত্ববৃন্দ আমাদের দলের অসুস্থ সাধারণ সম্পাদককে দেখতে গিয়েছিলেন, এই সৌজন্যতা ও সহমর্মিতার জন্য তাদের ধন্যবাদ জানাই।
তিনি আরও বলেন, আসলে এমনই হওয়া উচিত। আমরা ভিন্ন দল করলেও একে অপরের প্রতি সৌজন্যবোধ থাকা প্রয়োজন। কিন্তু আজকে বিএনপির সিনিয়র নেতারা যে সৌজন্যতা দেখিয়েছেন কিন্তু দুঃখজনক হলেও সত্যি এই সৌজন্যতা তাদের নেত্রী বেগম খালেদা জিয়া দেখাতে ব্যর্থ হয়েছেন।
হাছান মাহমুদ বলেন, বেগম খালেদা জিয়ার পুত্র আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার (খালেদা) বাড়ির সামনে ১০ মিনিট দাঁড়িয়ে ছিলেন। কিন্তু তিনি দরজা খুলেন নাই। কিন্তু আজ বিএনপির নেতারা যে সহমর্মিতা দেখিয়েছেন তার জন্য তাদের ধন্যবাদ জানাই। আমি আশা করব, আমাদের রাজনীতিতে এই সৌজন্যতা ও সহমর্মিতা অব্যাহত থাকবে।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম