বিক্ষোভে উত্তাল ফ্রান্স
ই-বার্তা ডেস্ক।। আবার বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। মূলত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও জীবনযাপনের ব্যয় বৃদ্ধিসহ নানা ইস্যুতে দেশজুড়ে আন্দোলনে নেমেছে হাজার হাজার ‘ইয়োলো ভেস্ট’ বিক্ষোভকারী।
গত শনিবার রাজধানী প্যারিসসহ দেশটির অন্যান্য গুরুত্বপূর্ণ শহরে বিক্ষোভ শুরু হয়।
এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় এখন পর্যন্ত আটক হয়েছেন ২৪৪ জন।
শুধু রাজধানী প্যারিসেই আটক করা হয়েছে ১৫৬ জনকে। রাজধানী প্যারিসসহ গোটা দেশে টানা নবম সপ্তাহের মতো এই বিক্ষোভ চলছে। ।দেশজুড়ে বিক্ষভকারীর সংখ্যা ছিলো প্রায় ৮৪ হাজার।
ই-বার্তা/ মাহারুশ হসান