বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী

ডেস্ক রিপোর্ট।।  পাকিস্তানে প্রথম অন্ধ বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন ইউসাফ সালিম। সম্প্রতি নিজের অফিসে শপথ নেন তিনি। তাঁরা চার ভাই-বোনই জন্ম থেকে অন্ধ। নানা প্রতিকূলতা অতিক্রম করেই ইউসাফ সালিম এ পর্যন্ত এসেছেন।

 

লাহোরের ইউসাফ সালিমকে প্রথম বিচারক হিসেবে নিয়োগ দিতে অস্বীকৃতি জানানো হয়েছিল। যদিও তিনি পরীক্ষায় সবার ওপরেই ছিলেন। পরে বিষয়টি পাকিস্তানের প্রধান বিচারপতি মিয়া সাকিব নিসারের দৃষ্টিগোচর হলে তিনি তা লাহোর হাইকোর্টকে (এলএইচসি) পর্যালোচনা করতে বলেন। পরে তাকে বিচারক হিসেবে নিয়োগ দেয় কর্তৃপক্ষ।

 

পাঞ্জাব জুডিশিয়াল একাডেমিতে এক অনুষ্ঠানে লাহোর হাইকোর্টের প্রধান বিচারপতি মোহাম্মদ ইয়াওর আলী এ শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

 

 

ই-বার্তা।ডেস্ক