‘বিজেপিকে দমাতে কংগ্রেসের ৫২ জনই যথেষ্ট’
ই- বার্তা ডেস্ক।। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী জানিয়েছেন যে , ভারতের প্রতিটি নাগরিকের জন্য কংগ্রেস কর্মীরা লড়াই করে যাচ্ছে।
তিনি বলেন, কংগ্রেসের সবার মনে রাখা উচিত তারা কারা? তাদের মনে রাখতে হবে তারা ভারতের প্রতিটি নাগরিকের জন্য লড়াই করছেন। সেটা মাথায় রেখেই আমাদের পথ চলতে হবে।
আজ শনিবার কংগ্রেসের সংসদীয় কমিটির বৈঠকে এসব কথা বলেন তিনি। খবর এনডিটিভি ও হিন্দুস্তান টাইমস।
বিজেপির সঙ্গে শুধু ক্ষমতার লড়াই নয় জানিয়ে রাহুল বলেন, বিজেপির সঙ্গে আমার লড়াই মতাদর্শের। এ লড়াই আমি চালিয়ে যাব। দল পরিচালনের ভার না থাকলে সেই লড়াই চালিয়ে যাওয়া তার পক্ষে সহজ হবে বলেও জানান তিনি।
কংগ্রেস সভাপতি বলেন, দলের ঘুরে দাঁড়াবার প্রয়োজন আছে আর সেটা করার সুযোগ এখনও আছে কংগ্রেসের।
তিনি আরও বলেন, আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি, এই ৫২ জন পুরো বিজেপির বিরুদ্ধে লড়াই করবে। বিজেপিকে দমাতে এই ৫২ জনই যথেষ্ট।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম