বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি মেনে নেয়া হবে নাঃ ফখরুল
ই- বার্তা ডেস্ক।। কোনোভাবেই বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি মেনে নেয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল রোববার বেলা ১২টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে এক যৌথ সভা করেন বিএনপি মহাসচিব।
এ সময় ফখরুল বলেন, সবার আপত্তি সত্ত্বেও সরকার অন্যায়ভাবে গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিলে বিএনপি সাধ্যমতো এর তীব্র প্রতিবাদ করবে।
ফখরুল আরও বলেন, বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো হলে বিএনপি সাধ্য মতো এর প্রতিবাদ করবে। একইসঙ্গে অন্যায়ভাবে চাপিয়ে দেয়া এই মূল্য বৃদ্ধি মেনে নেয়া হবে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন প্রমুখ।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম