বিপিএলের বাকি যত ম্যাচ, যত সমীকরণ
ই-বার্তা ডেস্ক।। কাল থেকে শুরু হচ্ছে বিপিএলের প্লে-অফ। লড়াই হবে ঢাকা,রংপুর, খুলনা এবং চট্টগ্রামের মধ্যে। আগামীকালের প্রথম ম্যাচটি হবে এলিমেনেটর। এ ম্যাচে হারলেই বিদায়। তবে জয়ী দলের ফাইনাল নিশ্চিত হবে না। এ ম্যাচে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের ৩ নম্বরে থাকা চিটাগং ও ৪ নম্বরের ঢাকা ডায়নামাইটস।
দিনের দ্বিতীয় ম্যাচটি প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। এ ম্যাচে জয়ী দল সরাসরি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। আর হারা দল খেলবে আরও একটি ম্যাচ। এ ম্যাচে মুখোমুখি হবে শীর্ষে থাকা রংপুর রাইডার্স ও দ্বিতীয়তে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
এলিমিনেটর ম্যাচের বিজয়ী আর প্রথম কোয়ালিফায়ার ম্যাচের হেরে যাওয়া দলের মধ্যে ম্যাচটি হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। প্রথম ও দ্বিতীয় কোয়ালিফায়ারের বিজয়ী দল মুখোমুখি হবে ফাইনালে।
বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি হবে ৬ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায়। আর ৮ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচের মধ্য দিয়েই শেষ হবে চলতি আসরের বিপিএল।
ই-বার্তা/ মাহারুশ হাসান