বিশাল ব্যবধানে জয়ের পথে আ.লীগ
ই-বার্তা ডেস্ক ।। একাদশ জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু হয়েছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী জানা গেছে, আজ অনুষ্ঠিত নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ১২৬ টিতে ইতোমধ্যে বিপুল ব্যবধানে জয় পেয়েছে আওয়ামী লীগ। এছাড়া বেশিরভাগ আসনে আওয়ামী লীগের প্রার্থীরা এগিয়ে রয়েছেন।
এছাড়া মাত্র ৩ টি আসনে বিজয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থী। জাপা বিজয় পেয়েছে ১২ টি আসনে। এছারাও অন্যান্য দল ৬টি আসন অর্জন করেছে।
এবার নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ১৮৪৮ জন এবং মোট ভোটার সংখ্যা ১০,৪১,৯০,৪৮০ জন।
উল্লেখ্য,রোববার সকাল ৮টা থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। এখনও চলছে গণনা।
ই-বার্তা / রেজওয়ানুল ইসলাম